পুরো ২ দিনের ৬ বেলা খাবার। রাতে BBQ অথবা Bamboo Chicken.
সাজেকের ঢোকার টিকিট।
রিসোর্টে থাকার খরচ।
সাইট সিইং।
খাগড়াছড়িতে ফ্রেশ হওয়ার জন্য গ্রুপ ভিত্তিক রুম (২ টাইমস)। সাজেক যাওয়ার সময় এবং সাজেক থেকে এসে।
কাপলদের এবং মেয়েদের জন্য আলাদা রুম।
সব রুমে এটাচ বাথ থাকবে।
আলুটিলা গুহাতে ঢোকার টিকেট এবং মশাল।
প্যাকেজে যা যা থাকছে নাঃ
ঢাকা থেকে খাগড়াছড়ি আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরততে খাবার।
যে কোন বাক্তিগত খরচ।
ঔষধ।
খরচঃ
→ ৫,০০০/- টাকা প্রতি জন। (নন-এসি বাস ও ৩/৪ জনের রুম শেয়ারিং।)
→ ৬,৮০০/- টাকা প্রতি জন। এসি বাস (বিজনেস ক্লাস) ও ৩/৪ জনের রুম শেয়ারিং।
❑ কাপল রুমের জন্য ১,০০০/- টাকা অতিরিক্ত যোগ করতে হবে।
***কোন হিডেন চার্জ নেই।***
চাইল্ড পলিসিঃ
আলোচনা সাপেক্ষে…।
ভ্রমণ বিস্তারিতঃ
❑ ০০ দিনঃ ঢাকার আরামবাগ / ফকিরাপূল থেকে রাতে রওনা দিয়ে ভোরে খাগড়াছড়ি পৌঁছাবো।
❑ ১ম দিনঃ খাগড়াছড়ি পৌছে ফ্রেশ হওয়ার জন্য রুম দেয়া হবে। ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে সাজেকের উদ্দেশ্যে যাত্রা। পথে হাজাছড়া ঝর্ণায় ১ ঘণ্টার জন্য যাত্রাবিরতি। দুপুরের মধ্যে সাজেকে রিসোর্টে চেক-ইন গোসল ও বিশ্রাম। বেলা আড়াইটার মধ্যে দুপুরের খাবার । বিকাল ৩.৩০ এ জীপে করে সাজেকের সবচেয়ে উঁচু কংলাক পাড়ায় গমন, এরপর সন্ধ্যায় হেলিপ্যাডে “সানসেট সেশন”। রাতে BBQ ডিনার।
❑ ২য় দিনঃ খুব সকালে উঠে মেঘ দর্শন। মেঘ দেখে এসে নাস্তা করব ডিম, খিচুড়ি আর চাটনি দিয়ে। সকাল ১০ টায় পুনরায় জীপে উঠে খাগড়াছড়ি ফিরব। খাগড়াছড়ি ফিরে এসে আগে দুপুরের খাবার খেয়ে নিবো। মেন্যুতে থাকছে ভাত, সবজি, মাংস্। এরপর যাব আলুটিলা, রিসাং ঝর্ণা। সবশেষে ঝুলন্ত ব্রিজ ঘুরে এসে ফ্রেশ হওয়ার জন্য আবার রুমের বেবস্থা থাকবে। সাড়ে ৭.৩০ টার রাতের খাবার খাবো। রাতের খাবার ভাত, সবজি, মাংস্। রাত ৮.৩০ এ বাস কাউন্টারে থাকবো।
পরের দিন ভোর ৬ টার মধ্যে ঢাকায় পৌছাব।
যেভাবে বুকিং দিবেনঃ
বুকিং দিতে কল করুনঃ +88 027761768, +88 01977772929, +88 01511165606
Basic information
For Kenya, CorporatetourBD provides
✔ E-visa
✔ Visa Consultancy
A citizen of a Bangladeshi Nations, wishing to enter The Republic of Kenya, generally must first obtain an E-visa.
For any specific query, please call at 01511165606 (Hotline)
Check List:
During the application process, you will be required to attach the following documents. The file formats that may be attached are: PDF, JPG or Microsoft Word
1.Identity Documents
2.Clear Passport bio data page.
3.A clear photograph.
Tourist/Business Visit Visa:
1 . Travel itinerary (Details about places to visit if going as a tourist).
3 . Invitation Letters from Kenya and inviter passport/Id card copy ( Business )
4 . A letter of introduction from your employer/company in Bangladesh.
5 . Copies of registration of both company.( Business visit )
6 . Passport size color photographs.
7 . A return air ticket booking copy.
8 . Hotel Confirmation copy
9 . Bank Statement copy for financial proof.
10 . Passports and visa copies
Fee & processing time
For Single Journey Visa
Processing Time: Total approximate time is 4 to 7 working days.
Visa Processing Fee: Total processing fee is BDT 14,386/-
(Visa fee for single entry is BDT 4,386 + Service charge is BDT 10,000)
Closed on Saturday and Sunday.
1.00 KES (Kenyan Shilling) is equivalent to 0.769 BDT
Oct 30, 2019 @ 3:02 pm
K E N Y A
Select your Destination Processing Time: Total approximate time is 4 to 7 working days. Visa Processing Fee: Total processing fee is BDT 11,806/-
(Visa fee for single entry is BDT 1806 + Service charge is BDT 10,000)
Consulancy
Our Premium Visa Consultancy for Over 86 Countries in the World is a 360-degree approach. It enables you to prepare your visa application perfectly according to your profile. Proper visa documentation depends on several
Kenycvisa from Bangladesh
DISCLAIMER
Due to the periodic changes of information/ requirement
Basic information For Jordan, corporatetourbd provides
✔ Logistics support (Approval from Ministry of Interior is required)
✔ Visa Consultancy Jordan visa for Bangladeshi ; Conference visa ; Visa Processing from Bangladesh ; Visa application .
There is no Embassy or Consulate of Jordan in Bangladesh, nearest Jordan Embassy is in India.
Embassy of the Hashemite Kingdom of Jordan
N 14, Panchsheel Park, New Delhi-110017, India
Phone: (+91) 11 2649 7031, (+91) 11 2649 7032
Email: jordan@jordanembassyindia.org
But if you have all the below documents, corporatetourbd will provide you the Processing / Logistics support to have your visa stamped (Logistics charge applicable). You do not need to visit the embassy in New Delhi, India to
process your visa.
TOURIST VISA REQUIREMENTS
1 . Duly filled application form & attach one photograph with white background. To download Visa Application Form, Please Click Here
2 . An original bank statement for six months (personal account).
3 . Tour Itinerary
4 . Valid Passport (valid for at least six months).
5 . Photo copy of your passport page containing the personal details and the address.
6 . Return Air Tickets and hotel booking.
7 . Visa will be for two weeks inside Jordan. The maximum staying period inside Jordan will be two weeks.
8 . It is highly recommended to get the Immigration Approval with Invitation Letter from Jordan; otherwise it will delay the process.
Please Note: Tourist visa case, First we have to submit the application along with all supporting documents, Embassy will return the passport after verifying. Embassy will keep this application for approval (It will take 3-4 weeks for approval) & after getting approval, Embassy will need Original passport & they may ask (rarely) for personal appearance at that time only.
BUSINESS VISA REQUIREMENTS
1 . Duly filled application form & attach one photograph with white background. To download Visa Application Form, Please Click Here
2 . Invitation letter form the Jordanian counterpart. It is highly recommended to get the Immigration Approval with Invitation Letter from Jordan; otherwise it will delay the process.
3 . Forwarding Letter from the employer (the company in which the applicant is employed).
4 . Recommendation letter from professions body such as the Chamber of Commerce, or from the ministry of Commerce.
5 . An original bank statement for six months (personal account).
6 . Valid Passport (valid for at least six months)
7 . Photo copy of your passport page containing the personal details and the address.
8 . Return Air Tickets and hotel booking.
Fee & processing time
VISA PROCESSING FEE
Visa Type Study Fee+ Visa Fee (BDT) Logistics charge (BDT) Total (BDT)
Single Entry 4200+ 12150=25000/- =41350/-
Our Business Values- We Firamly Believe in Customer Satisfaction and Work very hard to achieve it. We put our Customer comfort on top priority and complete business transparency as a policy. Our motive is to serve you in the best possible Way and Our sole reward is your satisfaction and contentment.
তুতেন খামুনের কফিন রহস্য!
ফ্রয়েড বিশ্বাস করতেন থাতমোস হচ্ছেন বনি ইসরাইলের নবী মুসা! তুতেনখামুন অনেক কম বয়সে মারা যাওয়ায় নবী মুসার জন্য নির্ধারিত কফিনেই তুতেনকে সমাহিত করা হয়!
ঘসেটি বেগম: মতিঝিল প্রাসাদ থেকে বুড়িগঙ্গায় সলিল সমাধির রোমাঞ্চকর কাহিনী
সিংহাসনে বসলেন বাংলা-বিহার-উড়িষ্যার নবাব সিরাজদ্দৌলা। চারদিকে নানার আমল থেকেই দানা বাঁধতে থাকা ষড়যন্ত্রগুলো যেন আরও ডালপালা মেলতে লাগলো, সিরাজের ভাগ্যাকাশে দেখা দিতে লাগলো দুর্যোগের ঘনঘটা। সিরাজদ্দৌলা প্রথমেই সিদ্ধান্ত নিলেন ঘর সামলানোর। শুরু হলো বড় খালা ঘসেটি বেগমকে দিয়ে। কারণ, তিনি কোনোভাবেই সিরাজকে মেনে নিতে পারছিলেন না। তার মতে, সিংহাসনের জন্য উপযুক্ত ছিলেন কেবলমাত্র মেঝ বোন মায়মুন নেছার ছেলে শওকত জঙ্গ। ওদিকে সিরাজ উদ্ধত, অশান্তি সৃষ্টিকারী, তাকে (ঘসেটি বেগম) সম্মান করে না, নেই মুখের লাগাম আর শিষ্টাচারও।
নবাব আলিবর্দী খাঁ; Image Source: alechtron.com
ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদটি ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ। রাজবল্লভের মাধ্যমে ঢাকা থেকে আদায়কৃত বিপুল রাজস্ব দিয়ে তিনি প্রাসাদটি এতটাই জাঁকজমকের সাথে সাজিয়েছিলেন যে, নবাবের প্রাসাদও যেন জৌলুসের দিক দিয়ে এর কাছে হার মানতো। আবার কিছুটা নির্জন স্থানে থাকায় সিরাজ বিরোধীরা এখানে এসে শলাপরামর্শের সুবিধাটাও পেত।
মতিঝিল প্রাসাদ; Image Source: priolekha.com
মতিঝিল প্রাসাদের অভিমুখে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিলো সিরাজের বাহিনী। সেনাদের বলা ছিল, ঘসেটি বেগমের সাথে যেন কোনোরকম অসৌজন্যমূলক আচরণ করা না হয়। কিন্তু, তিনি যদি স্বেচ্ছায় আসতে না চান তবে বল প্রয়োগের অনুমতি অবশ্য দিয়েছিলেন সিরাজ।
যথাসময়ে মতিঝিল প্রাসাদের সামনে গিয়ে থামলো সিরাজ-বাহিনী। ধীরে ধীরে ঘেরাও হয়ে গেলো প্রাসাদ। চারদিকেই একটা থমথমে ভাব, এই বুঝি যুদ্ধ লেগে যায় ভাগনে আর খালার বাহিনীর মাঝে। খবর গেলো ঘসেটি বেগমের কাছে, তাকে বন্দী করা হবে। এক নবাবের কন্যা তিনি (নবাব আলিবর্দী খাঁ), ফলে নবাবী বৈশিষ্ট্য তিনিই বা কম দেখাবেন কেন! তাই তিনিও সিদ্ধান্ত নিলেন প্রতিরোধের।
ওদিকে ঘসেটি বেগমের খাস মুন্সির নাম ছিল মীর নজর আলী। অর্থ দেখাশোনার দায়িত্ব ছিল তারই। তিনি বুঝলেন, সিরাজ-বাহিনীর বিরুদ্ধে ঘসেটি-বাহিনী কোনো প্রতিরোধই গড়তে পারবে না। তাসের ঘরের মতোই ভেঙে যাবে তাদের প্রতিরোধের যাবতীয় প্রচেষ্টা। ফলে অযথা সাধের প্রাণটা হারাতে চাইলেন না তিনি। চুপ করে কিছু অর্থকড়ি নিজে রেখে বাকিগুলো ঘসেটি বেগমের সৈন্যদের মাঝে বিলিয়ে দিয়ে সবাইকেই উপদেশ দিলেন পালিয়ে যেতে! ঘসেটি বেগমের মূল্যবান অলঙ্কারাদি ও নগদ অর্থ এভাবেই হাতবদল হয়ে গেলো, আর পতনও ঘটলো মতিঝিল প্রাসাদের।
রাতের আঁধারে ঘসেটি বেগমকে একটি বজরা নৌকায় করে পাঠিয়ে দেয়া হয় ঢাকার পথে, উদ্দেশ্য তাকে জিঞ্জিরার প্রাসাদে বন্দী করে রাখা। অবশ্য তার সেবা-যত্ন ও দেখাশোনায় কোনোরকম ত্রুটি যাতে না হয় সেজন্যও নির্দেশ দেয়া হয় তৎকালীন ঢাকার নায়েবে নাজিম জেসারত খাঁকে।
বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের নৌকা; Image Source: bdnews24.com
ঘসেটি বেগম একজন বিশ্বাসঘাতক হিসেবে সিরাজদ্দৌলার হাতে যেমন ধরা পড়েছিলেন তারই অনুগত মীর নজর আলীর বিশ্বাসঘাতকতার মাধ্যমে, তেমনই তার মৃত্যুও হয়েছিল আরেকজনের বিশ্বাসঘাতকতার ফলেই। এখন তাহলে সেই গল্পটিই সংক্ষেপে বলছি।.
বিশ্বাসঘাতক মীর জাফরের ছেলে মিরন চাইছিলেন নবাব আলিবর্দীর সর্বশেষ জীবিত দুই তনয়া ঘসেটি বেগম ও আমেনা বেগমকে (সিরাজদ্দৌলার মা) দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে। এজন্য তিনি দুজন লোক পাঠিয়েছিলেন জেসারত খাঁর উদ্দেশ্যে, যাতে করে তিনি এ বিষয়ে একটি ব্যবস্থা নেন। কিন্তু জেসারত খাঁর আবার নবাব আলিবর্দীর প্রতি ছিল কৃতজ্ঞতার সুদীর্ঘ ইতিহাস। ভাগ্য পরিবর্তনের আশায় ভারতবর্ষে আসলেও তেমন সুবিধা করতে না পেয়ে ভগ্নমনোরথে রাস্তার পাশেই মাথা গোজার ঠাই করে নেন তিনি, শারীরিকভাবেও ছিলেন বেশ অসুস্থ। সেখান থেকে নবাব আলিবর্দী জেসারতকে নিজ প্রাসাদে এনে আশ্রয় দেন। চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলেন। নিজের কাছে রেখেই তাকে রাজকার্য শেখাতে থাকেন। পরে নিজ গুণে কালক্রমে ঢাকার নায়েবে নাজিম হন জেসারত খাঁ। তাই আলিবর্দীর কোনো তনয়ার প্রতিই এতটা নির্মম হতে পারেননি তিনি, ফিরিয়ে দিলেন মিরনের দুই দূতকে।
এতে করে মিরন বুঝে গেলেন যে, জেসারত খাঁ তার কিংবা তার বাবার মতো নেমকহারামি করার মানুষ না! তাই তিনি নতুন করে দায়িত্ব দিলেন তার বিশ্বস্ত অনুচর আসফ খাঁকে। মিশন সেই আগেরটাই- ঘসেটি ও আমেনা বেগমের বিশ্বাসভাজন হয়ে তাদের খতম করে দেয়া।
মীর জাফর (বামে) ও মীর মিরন; Image Source: Wikimedia Commons
অল্প সময়ের মাঝে দুই বোনেরই আস্থার পাত্র হয়ে যান আসফ। বিশেষ করে ঘসেটি বেগমকে তিনি বোঝাতে সক্ষম হন যে, আসলে তাকে নিতেই ঢাকায় এসেছেন আসফ। কারণ, সিরাজদ্দৌলাকে সিংহাসনচ্যূত করতে তার অবদানের কথা ভুলে যাননি মীর জাফর। তাই তাকে মুর্শিদাবাদে এনে সম্মানীত করতে চান তিনি। জাঁকজমকে পরিপূর্ণ মতিঝিল প্রাসাদ আবারও ঘসেটি বেগমের হাতে তুলে দিতে চান। ফলে মুর্শিদাবাদের ফিরে যেতে ঘসেটি বেগমের আর তর সইছিল না।
ওদিকে আমেনা বেগমের রাজি হওয়ার কারণ ছিল ভিন্ন। তাকে বলা হয়েছিল, তিনি মুর্শিদাবাদের খোশবাগে পুত্র সিরাজের কবর জিয়ারতের অনুমতি পেয়েছেন। কবর জিয়ারত শেষে আবারও তাকে এখানে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে।
অবশেষে সময়-সুযোগমতো একদিন দুই বোনকে রাতে এক বজরায় দুটো আলাদা রুমে তুলে দেয়া হয়। তাদের কেউই একে অপরের উপস্থিতি সম্পর্কে জানতেন না। পাশে ছিল আরেকটি বজরা। গভীর রাতে দুই বোনের বজরা ছেড়ে মাঝিরা চলে গেলো অন্য বজরায়। কেন?
দুই বোন যে বজরায় করে যাচ্ছিলো তা বানানো হয়েছিল বিশেষ কৌশল অবলম্বন করে। এর নিচের দিকে কয়েকটি বড় ছিদ্র করে সেগুলো খিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। মাঝিরা অন্য নৌকায় যাওয়ামাত্রই আসফ খিলগুলো খুলে ফেলেন। ফলে নৌকায় খুব দ্রুত পানি ঢুকে যেতে শুরু করে।
আজকের বুড়িগঙ্গা; Image Source: আলোকিত সোনারগাঁও
দু’বোন তখন বুঝতে পারেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমেনা বেগম প্রাণভিক্ষা চাননি। তিনি কেবল সৃষ্টিকর্তার কাছে মিরনের বিশ্বাসঘাতকতার শাস্তি চেয়ে দোয়া করেছিলেন। বলেছিলেন,
“হে আল্লাহ, তুমি মিরনের অপরাধী মস্তকের উপর বিনা মেঘে বজ্রপাত নিক্ষেপ করে বিশ্বাসঘাতকতার পুরস্কার দিও।”
ওদিকে ঘসেটি বেগম অনেক অনুনয়-বিনয় করেন, অতীত স্মরণ করিয়ে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে তিনিও মীর জাফর আর মিরনের পক্ষেরই লোক। বলছিলেন,
“মীর জাফর সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় ও সিরাজ তা জানতে পেরে পদচ্যুত করেছিল তাকে। ঐ দুঃসময়ে আমি মীর জাফরকে টাকা দিয়ে সাহায্য করেছি। মীর জাফরের কোনো ক্ষতি তো আমি করিনি।”
কিন্তু তার এসব আবেগপূর্ণ ও কান্নামাখা কথায় চিড়ে ভেজেনি। যাদেরকে তিনি এককালে রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন বলে মনে করেছিলেন, তাদেরই পাতা ফাঁদে প্রাণ বিসর্জন দিতে হয় তাকে। অসহায়ভাবে দ্বিতীয়বারের মতো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বুড়িগঙ্গার পানিতে ডুবে যেন নিজের বিশ্বাসঘাতকতার পরিণাম ভোগ করলেন ঘসেটি বেগম।
ইরানের কয়েকটি দর্শনীয় স্থান
হাজার বছরের পুরনো ইতিহাস ও সংস্কৃতি, আকর্ষণীয় ভবন আর অসাধারণ প্রকৃতির দেখা পেতে চাইলে চলে যান ইরানে৷ সঙ্গে পাবেন মনে রাখার মতো আতিথেয়তা৷
কাশান
শহরের কেন্দ্রে আছে ঐতিহ্যবাহী ঘরবাড়ি, মসজিদ আর বাজার৷ আর শহরের বাইরে গেলে দেখা যাবে লবণাক্ত পানির হ্রদ৷ এছাড়া মেরেনযব মরুভূমিতে বেড়াতে গিয়ে সূর্যোদয় দেখার বিষয়টিও অনেকদিন মনে রাখার মতো একটি বিষয়৷
ইসফাহান
ইরানের প্রায় সব জায়গাতেই আর্টের দেখা পাওয়া যায়৷ যেমন ছবিতে ইসফাহান শহরে অবস্থিত শেখ লুৎফুল্লাহ মসজিদের গম্বুজের ভেতরের কারুকাজ দেখতে পাচ্ছেন৷ এছাড়া স্ট্রিট আর্ট, রংবেরংয়ের বাড়িঘর ইত্যাদিরও দেখা পাওয়া যাবে ইসফাহানে৷
আবিয়ানেহ
কাশান আর ইসফাহানের মাঝে ছোট্ট একটি গ্রাম আবিয়ানেহ৷ মাত্র ৩০০ লোক বাস করেন সেখানে৷ কিন্তু ইরানের অনেকেই এই গ্রামকে চেনেন৷ কারণ প্রায় ২০০০ বছরের ঐতিহ্য ও সংস্কৃতি এখনও ধরে রেখেছেন গ্রামবাসীরা৷ সেখানকার ঘরবাড়ি তৈরি হয়েছে লাল-বাদামি রংয়ের মাটি দিয়ে৷ ২০০৭ সালে এই গ্রামের নাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই পায়৷
লুট মরুভূমি
মঙ্গলগ্রহ দেখতে কেমন হতে পারে তা বোঝার জন্য অনেকে লুট মরুভূমির ছবি দেখে থাকেন৷ দাশত-ই-লুট, যা কালুট নামেও পরিচিত, মরুভূমিতে প্রাণের চিহ্ন নেই৷ থাকবেই বা কীভাবে? ২০০৫ সালে নাসা সেখানে ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেপেছিল৷
গোলেস্তান প্রদেশ
কেমন লাগছে ছবিটি? দারুণ না! ছোট্ট যে ঘরটি দেখছেন সেটি আসলে নবি খালেদ ইবনে সেনান (আঃ)-এর মাজার৷ সেখান থেকে সারি সারি পাহাড়ের দৃশ্য সত্যিই অপূর্ব৷ এলাকাটি উত্তরপূর্ব ইরানে অবস্থিত৷
পেরজেপোলিস
আকেমেনুদ সাম্রাজ্যের, যা প্রথম পারস্য সাম্রাজ্য নামেও পরিচিত, রাজধানী ছিল পেরজেপোলিস৷ এখনও শহরটিতে সেই সময়কার কিছু স্থাপত্যের দেখা পাওয়া যায়৷ ফলে ইউনেস্কোর তালিকায় এই শহরের নামও রয়েছে৷
Egypt – Cairo 3 Days 2 Nights Tour Package No Hidden Cost, No Service Charges
Package Code # EG311
Package price includes:
Return Air Ticket (Economy Class) with all Taxes & Baggage.
4 Nights accommodation in Cairo/Giza on Twin Sharing Basis.
Daily buffet Breakfast at Hotel
Transfer from Cairo Airport – Hotel by AC Car / Micro
Transfer from Cairo Hotel – Airport by AC Car / Micro
Full Day Cairo Tour : Giza Pyramids Sphinx Memphis And Saqqara
Package price excludes:-
Egypt Visa fees with processing charges
Lunch, Dinner & Travel insurance
Anything not specifically mentioned under the “Package price inclues”
Per Person Price in BDT (Price Valid up to 30 DEC 2019)
Per Person Price in BDT (Price Valid up to 30 DEC 2019)
Hotel &
Room Type
Package with Air Ticket
Package without Air Ticket
Additional
Per Night
Adult
Child
Adult
Child
Standard
77,500/-
61,500/-
17,500/-
3,000/-
2,000/-
Standard
81,500/-
61,500/-
21,500/-
3,000/-
3,000/-
Deluxe
83,500/-
61,500/-
23,500/-
3,000/-
3,500/-
Deluxe
87,500/-
61,500/-
27,500/-
3,000/-
4,500/-
Deluxe
94,500/-
61,500/-
34,500/-
3,000/-
6,500/
Dhaka – Cairo – Dhaka (Economy Class) Air Ticket with All Taxes & Baggage by Kuwait Airways /Saudia Airways / Etihad Airways / Gulf Air /
Upgrade to Emirates Airlines difference of fare will be apply.
CONDITIONS:-
Minimum 2 person travel together.
Child sharing bed with Parents, If Extra bed require, changes applicable.
Price may be change during special holiday period.
This Package is Design with economy class air fare (depends on availability),
Air Ticket must issue minimum 30 days prior to departure.
Egypt – Cairo 3 Days 2 Nights Tour Package No Hidden Cost, No Service Charges
Package Code # EG311
Package price includes:
Return Air Ticket (Economy Class) with all Taxes & Baggage
2 Nights accommodation in Cairo/Giza on Twin Sharing Basis
Daily buffet Breakfast at Hotel
Transfer from Cairo Airport – Hotel by AC Car / Micro
Transfer from Cairo Hotel – Airport by AC Car / Micro
Giza Pyramids And Sphinx Half Day Tour Without Entrance fees
Package price excludes:-
Egypt Visa fees with processing charges
Lunch, Dinner & Travel insurance
Anything not specifically mentioned under the “Package price inclues”
Per Person Price in BDT (Price Valid up to 30 DEC 2019)
Dhaka – Cairo – Dhaka (Economy Class) Air Ticket with All Taxes & Baggage by Kuwait Airways /Saudia Airways / Etihad Airways / Gulf Air /
Upgrade to Emirates Airlines difference of fare will be apply.
CONDITIONS:-
Minimum 2 person travel together.
Child sharing bed with Parents, If Extra bed require, changes applicable.
Price may be change during special holiday period.
This Package is Design with economy class air fare (depends on availability),
Air Ticket must issue minimum 30 days prior to departure.
Package Details: 5* Hotel In Mecca. 5/4* Hotel In Madinah. Hotel Distance, 0 Meter From Masjid
Al-Haram and 0 Meter From Masjid An-Nabawi. 5-7 People In Every Room. Saudi / Biman Airlines Ticket. Travel By Ac Bus.
Package Price: 5,20,000 – 6,90,000 Taka (Per-Person)
Pre-Registration Info: NID (National Id Card) Copy. Govt. Pre-Registration Fee 30,752 Taka. Mobile Number.